হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামে ৪৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৪৪ মামলার ও ১৬ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ রোববার জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরের ডবলমুরিং ও বন্দর এলাকায় ৪টা মামলায় ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন মোহাম্মদ আতিকুর রহমান। তিনি একটি মামলায় ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। 

ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন আশরাফুল হাসান। তিনি ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন মো. জিল্লুর রহমান। তিনি ৫টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

বায়েজিদ ও খুলশী এলাকায় নাঈমা ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নূরজাহান আক্তার সাথী হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। 

হালিশহর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্লাবন কুমার বিশ্বাস। তিনি ৩টি মামলা দায়ের করে ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। চাঁদগাঁও এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন প্রতীক দত্ত। তিনি ৪টি মামলায় ১ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। 

কোতোয়ালি ও সদরঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন আবদুল্লাহ আল মামুন। হুছাইন মুহাম্মদ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের