হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনিয়মের অভিযোগহসহ সার্বিক অবস্থা পরিদর্শনে চবিতে ইউজিসির প্রতিনিধি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জনবল নিয়োগ, যৌন নিপীড়ন সেলের কার্যক্রম, বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের অভিযোগসহ নানা বিষয়ে খোঁজ–খবর নিতে দুই সদস্য পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

তাঁরা গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলেন। 

ইউজিসির দুজন সদস্য হলেন—পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জামিনুর রহমান ও উপপরিচালক মৌলি আজাদ। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ইউজিসির দুই প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-বাণিজ্য নিয়ে ফাঁস হওয়া অডিও নিয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা, নিয়োগে অনিয়মের অভিযোগ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বাইরে অতিরিক্ত নিয়োগ, যৌন–নিপীড়ন সেলের কার্যক্রম, কর্মকর্তাদের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন।

গতকাল সোমবার প্রথম দিনে ইউজিসির প্রতিনিধি দুজন সদস্য আড়াই ঘণ্টার বেশি সময় ধরে উপাচার্য দপ্তরে সম্মেলনকক্ষে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কর্তৃপক্ষ থেকে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ খাইরুল ইসলাম, আইকিউএসির পরিচালক আবদুল্লাহ মামুন, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রমুখ। বৈঠক শেষে ওই দুই প্রতিনিধি উদ্বোধনের ১৪ মাস পরও চালু না হওয়া ছাত্রীদের আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শনে যান। 

মঙ্গলবার দ্বিতীয় দিনে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তাঁরা পাম্প অপারেটরদের কাজ ও নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, অতীশ দীপঙ্কর ও জননেত্রী শেখ হাসিনা হল পরিদর্শন করতে যান। 

পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি দুজনের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁরা এ বিষয়ে জানতে ইউজিসির পরিদর্শন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগমের সঙ্গে কথা বলার কথা জানান। 

পরে ইউজিসির পরিদর্শন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য ড. দিল আফরোজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সার্বিকভাবে দেখতে দুজন সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আবেদন ছিল নতুন হলগুলোর জন্য লোকবল লাগবে। এই বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে তাঁরা এসেছিলেন।’ 

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা