হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে একই বাড়ির ১২ জনকে অচেতন, তবু চুরি করতে ব্যর্থ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে একই বাড়ির ১২ জনকে অচেতন করে চুরির চেষ্টা দুর্বৃত্তদের। সদর হাসপাতালে ভর্তি অনেকে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের কমলনগরে একই বাড়ির তিন পরিবারের চার শিশুসহ ১২ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্বজনদের অভিযোগ, চুরি করতে গোপনে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। তবে বাড়ির বাকি সদস্যরা মধ্যরাতে এসে পড়ায় মালামাল নিতে পারেনি চোরেরা।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর ফলকন ইউনিয়নের শাহজাহান মির্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সবাই মিলে মঙ্গলবার বিকেলে প্রতিবেশী এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফিরে তাঁরা আগে থেকে রান্না করা খাবার খেয়ে বেশির ভাগ সদস্য ঘুমাতে যান। দুই শিশু বমি করলেও অন্যরা বিষয়টি অনুমান করতে পারেননি। পরিবারের অপর সদস্যরা রাতে বাড়ি ফিরে একাধিকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে ১২ জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, অচেতন অবস্থায় নিয়ে আসা শিশুসহ ১২ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থদের খাবারে নেশাজাতীয় দ্রব্য ছিল।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, নেশাদ্রব্য খাইয়ে একই বাড়ির ৩ পরিবারের ১২ জনকে অচেতন করার ঘটনার বিষয় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির