হোম > সারা দেশ > চাঁদপুর

মাছের প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত ২

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপকৃষিবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ব্যাপারীর (২৮) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এ দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত সুজন (৩২) ও  মহিন (২০) নামের দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন।

জানা যায়, নিহত জসিম উদ্দিন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া ব্যাপারীবাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন জসিম উদ্দিন। এ সময় তাঁকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও  মহিন (২০) নামের দুজন বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির