হোম > সারা দেশ > চাঁদপুর

মাছের প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত ২

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপকৃষিবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ব্যাপারীর (২৮) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এ দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত সুজন (৩২) ও  মহিন (২০) নামের দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন।

জানা যায়, নিহত জসিম উদ্দিন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া ব্যাপারীবাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন জসিম উদ্দিন। এ সময় তাঁকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও  মহিন (২০) নামের দুজন বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে