হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিপ্লব উদ্যানকে গ্রিন পার্ক করার ঘোষণা চসিক মেয়রের, ভাঙা হবে স্থাপনা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘সবুজায়নে ফিরবে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান। ভেঙে ফেলা হবে সমস্ত বাণিজ্যিক স্থাপনা। গড়ে তোলা হবে গ্রিন পার্ক।’ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের লুটপাটকারীরা যখন ক্ষমতা নিয়েছে, সঙ্গে সঙ্গে এ বিপ্লব উদ্যানের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বিপ্লব উদ্যানে মার্কেটের জন্য যে স্থাপনাগুলো করা হচ্ছে, কাল সেগুলো ভেঙে দেওয়া হবে।’

চসিক মেয়র আরও বলেন, ‘বিপ্লব উদ্যানে কোনো নতুন স্থাপনা হবে না। এখানে সবুজের সমারোহ হবে। আবারও পাখি ডাকবে; মানুষ হাঁটবে ও অক্সিজেন নেবে। এখানে মালিক সমিতির যিনি সেক্রেটারি আছেন আমি তাঁকে নির্দেশ দিচ্ছি কাল সেগুলো ভেঙে দেবেন। সিটি করপোরেশনের কর্মকর্তারা সেখানে থাকবেন। আমরা এখানে একটি গ্রিন পার্ক করব।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

২০১৯ সাল থেকে নগরের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে সবুজায়ন ধ্বংস করে ‘বাণিজ্যিক স্থাপনা’ নির্মাণে গুরুত্ব দেয় চসিক। তাতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার এবং পুরোনো স্থাপনা অপসারণের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজ, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন সংগঠন। যদিও এসব আপত্তি আমলে না নিয়ে গত বছর আবারও নতুন স্থাপনা নির্মাণে চুক্তি করে চসিক।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ