হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি শিক্ষকের বাড়িতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকের বাড়িতে হামলা ও মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেছেন। 

বিবৃতিতে তাঁরা বলেন, গত ২৭ মে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বসতঘরের আসবাবপত্র ভাঙচুর, জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলায় মহিলা ও শিশু সদস্যসহ চারজন আহত হন। 

তাঁরা বলেন, দুঃখজনক হলেও সত্য যে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেই আনোয়ারা থানায় দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারার মতো জামিন অযোগ্য গুরুতর অপরাধে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্যপ্রণোদিত ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছে। 

প্রকৃতপক্ষে হামলার সময় চবি শিক্ষক মো. তারেক চৌধুরী চট্টগ্রাম শহরে অবস্থান করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। 

বিবৃতিতে নেতারা শিক্ষক মো. তারেক চৌধুরীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার ও তাঁর বাড়িতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে