হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

আজ রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ দুই শিশু হলো—একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) এবং নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। তিনজনই খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে সৈকতে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর কামালকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে নিখোঁজ দুই শিশুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ শিশুদের সন্ধানে কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করছেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে