হোম > সারা দেশ > চট্টগ্রাম

৭৯ কোটি টাকার প্রকল্প: ভেঙে পড়ল পারকি পর্যটন কমপ্লেক্সের নির্মাণাধীন সীমানা প্রাচীর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কাজ শেষের আগেই ভেঙে পড়েছে চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীর। কয়েক দিনের টানা বৃষ্টির মধ্যে প্রাচীরটি ভেঙে যায় বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।

আজ শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের বিভিন্ন কটেজ ও সড়ক নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। কমপ্লেক্সের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের মাঝখানের অংশ ভেঙে পড়েছে। ভাঙা অংশ দিয়ে বালু বের হয়ে খাদের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়া প্রাচীরের পাশে বালু আটকাতে গাছের গুঁড়ি দেওয়া হয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়মের কারণে সীমানা প্রাচীর আগে একবার হেলে পড়েছিল। এবার ভেঙে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী, সমুদ্রের লবণাক্ত পানি এবং বালু ব্যবহারের কারণে এসব কাজ বেশি দিন টেকসই হচ্ছে না। 

পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে পর্যটন করপোরেশনের উদ্যোগে ২০১৭ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল দুই বছর। আরও ১৭ কোটি টাকা বাড়িয়ে এখন ব্যয় ধরা হচ্ছে ৭৯ কোটি টাকা। 

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজ করপোরেশনের পরিচালক সুজন সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। প্রকল্পে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে।’ 

প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী অসীম শীল বলেন, এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি আর বালুর চাপে সীমানা প্রাচীর ভেঙে পড়েছে।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি