কুতুবদিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় উত্তর ধুরুং মগলাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদ সবার অজান্তেই পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায় মোহাম্মদকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।