হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামিন না পেয়ে হার্ট অ্যাটাক আসামির, পরে জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘আমি অসুস্থ। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। মহামান্য আদালত আমাকে জামিন দেন।’ এমন আকুতি করে বিচারকের কাছে জামিন চান ৪৫ বছর বয়সী রেজাউল করিম। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করেন। 

পরে পুলিশ আসামিকে (রেজাউল করিম) হাতকড়া পড়ালে চোখ দিয়ে অনর্গল পানি ঝরে। এর কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, রেজাউল করিম হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টা না গেলে বলা যাবে না, তিনি আদৌ বাঁচবেন কি-না।  

ঘটনাটি ঘটেছে আজ বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতে। বিচারক ছিলেন মাহমুদুল হক।

জানা যায়, রেজাউল করিমের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ইছহাক মেম্বারের বাড়িতে। তাঁর মায়ের নাম ছকিনা বেগম, বাবা নূর আহমেদ। তার বিরুদ্ধে মামলাটি করেন তাঁর মা। এজাহারে মাকে মারধরের অভিযোগ আনা হয়। তবে মাকে মারধর করার অভিযোগ তুলে তাঁর আরেক ভাই মামলাটি করান বলে বাবা নূর আহমেদ জানান। আজকে ছেলের জামিনের জন্য বাবা নূর আহমেদও আদালতে উপস্থিত হন। আদালতের কাছে ছেলে নির্দোষ বলে দাবি করেন তিনি। 

রেজাউল করিমের আইনজীবী ছিলেন রাহিলা চৌধুরী রেখা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্র ধরে মাকে দিয়ে মামলাটি করান এক ভাই। রেজাউল করিম নির্দোষ। তাঁর বাবা নূর আহেমদও রেজাউলের পক্ষে আদালতে সাক্ষী দিয়েছেন। এরপরও বিজ্ঞ আদালত জামিন না দেওয়ায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’

তিনি আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাক হয়েছে বলে আমাদের জানান। তিনি এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন। পরে আদালতে রোগীর অবস্থা জানানোর পর আদালত জামিন মঞ্জুর করেন।’   

এদিকে মামলার এজাহারে রেজাউল করিমের মা ছকিনা বেগমের একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে কল দিলে ফজলুর করিম নামে রেজাউল করিমের আরেক ভাই কল রিসিভ করেন। যিনিই মূলত মামলাটি করান বলে অভিযোগ রয়েছে। ছকিনা বেগমকে দিতে বললে ফজলুর করিম তাঁর মা অসুস্থ উল্লেখ করে ফোন দেওয়া যাবে না বলে জানান। এ সময় তিনি বলেন, ‘রেজাউল করিমের স্ত্রী আন্তরিক হলে আদালত পর্যন্ত যাওয়া লাগত না। বিষয়টি গ্রামেই সমাধান হয়ে যেত।’

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়