হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে’ কলেজছাত্রীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সরকারি কলেজের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণ অন্য কলেজের ছাত্র হলেও ওই সরকারি কলেজের পোশাক পড়ে ক্লাসে যেতেন বলে জানিয়েছে তাদের সহপাঠীরা। 

কলেজছাত্রীর পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে ওই তরুণ ও তার বন্ধুরা। 

আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল দিঘী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত তরুণ দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র। 

ভুক্তভোগী কলেজছাত্রীর মামা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি কলেজে ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে সে হেঁটেই কলেজে যাচ্ছিল। এ সময় ওই ছেলে আমার ভাগনির মাথায় ইট মারে। তার সঙ্গে আরও ১০-১২ জন ছেলে ছিল। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনের অংশেও আঘাত করেছে।’ 

ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার মেয়েকে হাসপাতালের ইমার্জেন্সিতে এনে ফেলে রেখে গেছে। এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা