হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে’ কলেজছাত্রীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সরকারি কলেজের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণ অন্য কলেজের ছাত্র হলেও ওই সরকারি কলেজের পোশাক পড়ে ক্লাসে যেতেন বলে জানিয়েছে তাদের সহপাঠীরা। 

কলেজছাত্রীর পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে ওই তরুণ ও তার বন্ধুরা। 

আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল দিঘী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত তরুণ দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র। 

ভুক্তভোগী কলেজছাত্রীর মামা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি কলেজে ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে সে হেঁটেই কলেজে যাচ্ছিল। এ সময় ওই ছেলে আমার ভাগনির মাথায় ইট মারে। তার সঙ্গে আরও ১০-১২ জন ছেলে ছিল। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনের অংশেও আঘাত করেছে।’ 

ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার মেয়েকে হাসপাতালের ইমার্জেন্সিতে এনে ফেলে রেখে গেছে। এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত