হোম > সারা দেশ > কক্সবাজার

অপহরণের ১৫ মাস পর চকরিয়ার কিশোরী চট্টগ্রামে উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

অপহরণের ১৫ মাস পর কক্সবাজারের চকরিয়ার এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। সে সঙ্গে এ ঘটনায় করা মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান। 

গ্রেপ্তার মোহাম্মদ রাহেন (২২) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই কিশোরীর মায়ের করা মামলার প্রধান আসামি।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০২২ সালের ১৬ মে বেলা ১টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের একটি রাস্তা থেকে অষ্টম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রী অপহৃত হয়। ওই কিশোরীর মা বাদী হয়ে রাহেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা চকরিয়া থানায় মামলা করেন।

অপহরণের ১৫ মাস পর চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

এসআই কামরুল আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের হাজীপাড়ার একটি বাসা থেকে গতকাল রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়। এরপর উদ্ধার করা হয় ওই কিশোরীকে। আজ রোববার সকালে তাঁদের চকরিয়া থানায় নিয়ে আসা হয়।’

গ্রেপ্তার রেহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে জানান।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির