হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় গুলিবিদ্ধ হওয়া নগর পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক পতেঙ্গা সৈকতের পশ্চিম পয়েন্টে একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে করে কয়েকজন এসে আকবরকে লক্ষ্য করে গুলি ছুড়ে চলে যায়। পরে শরীরে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকাইয়া আকবর রাস্তায় পড়ে কাতরাতে থাকেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একই ঘটনায় শিশুসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁদেরও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আলী আকবর নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে বায়েজিদ শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ২০০০ সালের চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি ও শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের একসময়কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে জানা যায়।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক