হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে রোগীর স্বজন ও আনসার সদস্যদের মধ্যে মারামারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

(চমেক) রোগীর স্বজন ও দায়িত্বরত আনসার সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের অভিযোগ, আনসার সদস্যরা বিনা কারণে তাঁদের মারধর করেছেন। অন্যদিকে আনসার সদস্যদের অভিযোগ, রোগী দেখার সময় পার হওয়ার কারণে ঢুকতে না দেওয়ায় দায়িত্বরত আনসার সদস্যের ওপর হামলা করেন রোগীর স্বজনেরা। 

রোগীর মেয়ের জামাই নাছির উদ্দিন আজকের পত্রিকাকে জানান, মারধরের শিকার দুজনের নাম মো. হানিফ ও মো. রাসেল। তাঁরা নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকার রফিকের পুত্র। তাঁদের মা রিজিয়া বেগম ১৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বেডে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি আছেন। 

তাঁরা মায়ের দেখাশোনা করার জন্য ওয়ার্ডে বিভিন্ন সময়ে প্রবেশ করেন। কিন্তু ওয়ার্ডের প্রবেশ গেটে কর্তব্যরত আনসার সদস্যদের প্রবেশ করার জন্য প্রতিবার ২০ টাকা করে দিতে হয়। দুই ভাই মাকে দেখার জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত আনসার সদস্য ২০ টাকা দাবি করলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনসার সদস্যরা তাঁদের মারধর করেন। 

বাংলাদেশ আনসার ভিডিপি চট্টগ্রাম উত্তর জোনের দায়িত্বরত পরিচালক সাইফুজ্জামান চৌধুরী বলেন, বহিরাগতদের নিয়ে ওই যুবকেরা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করলে আনসার সদস্যরা বাধা দেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি করলে এ ঘটনার সূত্রপাত হয়। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই মারামারি করেছে। অপরাধ দুই পক্ষেরই আছে। তাঁরা পরে এসে মীমাংসা করে ফেলেছেন। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার