হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া আর নেই

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া স্ত্রী বিশিষ্ট চিকিৎসক আনোয়ারা হক, দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। 

আবু সাহেদ সরকার বলেন, ‘বেশ কয়েক দিন ধরে শামছুল হক অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

শামছুল হক ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউয়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পতির ছেলে। চাঁদপুর-৪ সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন তিনি। 

শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান। 

এ ছাড়া প্রায় এক যুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। 

একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি। 

শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল প্রমুখ।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত