হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে তামাক চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড়বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

আয়েশা বেগম বড়বিলপাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

লামা থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভূঁইয়া জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিলপাড়ার তৌহিদ আলমের তামাক চুল্লিতে আয়েশা বেগমের ছেলে মীর আহমদের তামাক পোড়াতেন। চুল্লিতে মীর আহমদের কিছু তামাক থেকে যায়। তৌহিদ আলমের সঙ্গে তামাক লেনদেনকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে পাশের জব্বর আলীর ছেলে রুবেল ভুলক্রমে চুল্লি থেকে মীর আহমদের চার কেজি তামাক নিয়ে যান। এ নিয়ে রুবেল ও মীর আহমদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

এনামুল হক ভূঁইয়া আরও জানান, দুই পক্ষের সংঘর্ষে মীর আহমদের মা আয়েশা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে আয়েশা বেগম মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে