হোম > সারা দেশ > ফেনী

বিএনপির সমাবেশে সংঘর্ষ: পুলিশ নিহতের মামলায় আরও ১ আসামি ফেনী থেকে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তর থেকে ওই ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। র‍্যাব জানিয়েছে, পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের মামলার এজাহারে জসিমের নাম রয়েছে। র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জাকির হোসেন জসিমকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই দিনই দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাঁরা হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। সুলতানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ডেমরা এলাকা থেকে।  

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতা-কর্মীদের। সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। তাঁর নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন। সংঘর্ষের জেরে ওই দিন বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। 

এর আগে এ ঘটনায় দায়ের করা মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে (২৮) গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে র‍্যাব তাঁকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম মাকসুদুর রহমান।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা