হোম > সারা দেশ > ফেনী

বিএনপির সমাবেশে সংঘর্ষ: পুলিশ নিহতের মামলায় আরও ১ আসামি ফেনী থেকে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তর থেকে ওই ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। র‍্যাব জানিয়েছে, পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের মামলার এজাহারে জসিমের নাম রয়েছে। র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জাকির হোসেন জসিমকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই দিনই দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাঁরা হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। সুলতানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ডেমরা এলাকা থেকে।  

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতা-কর্মীদের। সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। তাঁর নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন। সংঘর্ষের জেরে ওই দিন বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। 

এর আগে এ ঘটনায় দায়ের করা মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে (২৮) গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে র‍্যাব তাঁকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম মাকসুদুর রহমান।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে