হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, নারীসহ অগ্নিদগ্ধ ৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় মাসের এক শিশু মারা গেছে। এতে নারীসহ আরও সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সাতটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। 
 
আজ বুধবার ভোর রাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। 

এ ঘটনায় অগ্নিদগ্ধরা হলেন, বৃষ্টি বেগম (২০), আনুয়ারা বেগম (৪০), লাকি আকতার (৪৫), মো. কালা মিয়া মানিক (২০), ছেনোয়ারা বেগম (৬০), জানে আলম (২৪)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আবু তাহেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে সাত পরিবারের বসতঘর ও ঘরের থাকা যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত দুইটি ইউনিট চলে আসে। এরপর আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, হাফেজ আবু তাহের, মো. শাহ আলম, মাবিয়া খাতুন, নুরুল আলম, ফোরক আহমদ, নুর নাহার বেগম ও শাহজাহান। 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহামি সাবের চৌধুরী জানান, বুধবার ভোররাতে আগুন নেভাতে আসা স্থানীয় ব্যক্তিরা অগ্নিদগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এ ব্যাপারে চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া যে ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল, তাদের মধ্যে পাঁচ মাস বয়সী শিশুটি সকালে মারা গেছে। অগ্নিদগ্ধ বাকি পাঁচজনের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে বৃষ্টি বেগমের শরীরের ৭৫ শতাংশ, আনোয়ারা বেগমের ২২ শতাংশ, লাকি আকতারের ১০ শতাংশ, ছেনোয়ারার ১০ শতাংশ, কালা মিয়া মানিকের শরীরের ২৫ শতাংশ এবং জানে আলমের হাত পা পুড়ে গেছে। 

ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম ও পৌর সভার সহায়ক কমিটির সদস্য আলী আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ব্যাপারে ইউএনও মো. শাহিদুল আলম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে দুইবান টিন, নগদ ৬ হাজার টাকা,৫টি করে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তা ছাড়া নিহত শিশু রোহানের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে ৫০ কেজি ওজনের তিন বস্তা চাল দেওয়া হয়েছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট