হোম > সারা দেশ > চাঁদপুর

নিখোঁজের ১৮ দিন পর সাংবাদিকপুত্রের লাশ উদ্ধার

 শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের শাহরাস্তিতে একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা সংবাদদাতা জসিম উদ্দিনের বড় ছেলে মো. রিমন হোসেন জনির (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে বাড়ির পাশের ডোবায় তার অর্ধ-গলিত মৃতদেহ ভেসে উঠে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার বিকেলে ওই গ্রামের ইসমাইল মিয়াজি বাড়ির ডোবায় শ্রমিকেরা কাজ করতে গেলে সেখানে একটি অর্ধ গলিত মৃতদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

ডোবায় পাওয়া মরদেহটি মো. রিমন হোসেন জনির বলে শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা। মানিব্যাগে থাকা মায়ের ছবি দেখে মৃতদেহটি রিমনের বলে শনাক্ত করা হয়। 

 নিহতের পিতা শাহরাস্তি উপজেলা জসিম উদ্দিন জানান, গত ২ নভেম্বর হতে রিমন নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে রিমনের সন্ধান না পেয়ে গত ১৮ নভেম্বর তিনি শাহরাস্তি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরনে থাকা জিনস প্যান্ট দেখে তিনি মৃতদেহটি তার পুত্রের বলে নিশ্চিত হয়েছেন। 

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, বাড়ির পাশের ডোবা থেকে রিমনের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্ট ও মানিব্যাগ দেখে তার পিতা ও পরিবারের লোকজন লাশটি রিমনের বলে নিশ্চিত করেছে। মৃতদেহ অর্ধ গলিত হওয়ায় মৃত্যুর ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত