হোম > সারা দেশ > কক্সবাজার

ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তালিকা যাচাই করে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি কক্সবাজারের মাদক কারবারিদের একটি তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন করলে উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগে দেখে নিই। পরীক্ষা করে দেখি। তালিকা হলে যে অপরাধী, সেটা জাস্টিফাই করে গোয়েন্দাদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় রোহিঙ্গা ক্যাম্পে খুন-অপহরণসহ অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ।

সভার আগে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার পরিদর্শন করেন টেকনাফের শাহপরীর দ্বীপ, যেটি মানব পাচার ও মাদক পাচারের হটস্পট হিসেবে পরিচিত। এ ছাড়া সংসদীয় কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার পরিদর্শন করেন আলোচিত ঘুমধুম সীমান্ত, যেখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে নিহত হন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। আর শুক্রবার কমিটির সদস্যরা পরিদর্শন করেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির