হোম > সারা দেশ > কক্সবাজার

ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তালিকা যাচাই করে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি কক্সবাজারের মাদক কারবারিদের একটি তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন করলে উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগে দেখে নিই। পরীক্ষা করে দেখি। তালিকা হলে যে অপরাধী, সেটা জাস্টিফাই করে গোয়েন্দাদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় রোহিঙ্গা ক্যাম্পে খুন-অপহরণসহ অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ।

সভার আগে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার পরিদর্শন করেন টেকনাফের শাহপরীর দ্বীপ, যেটি মানব পাচার ও মাদক পাচারের হটস্পট হিসেবে পরিচিত। এ ছাড়া সংসদীয় কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার পরিদর্শন করেন আলোচিত ঘুমধুম সীমান্ত, যেখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে নিহত হন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। আর শুক্রবার কমিটির সদস্যরা পরিদর্শন করেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প। 

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে