হোম > সারা দেশ > কক্সবাজার

আবারও পুড়ল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্ট-সংলগ্ন রোহিঙ্গা বসতির একটি শেড থেকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ও পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেছে।’ 

কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি। 

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীদের ভাষ্যমতে অন্তত ১২টি দোকান, ৩৫টি বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবির ভুট্টোর কয়েকটি ভাড়াঘর ও দোকান পুড়ে গেছে।’ 

উল্লেখ্য, এ বছর রোহিঙ্গা ক্যাম্পে এটি চতুর্থ অগ্নিকাণ্ডের ঘটনা। গত ১৭ জানুয়ারি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় ৩০টি ঘর। একই মাসের ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিন হাজার রোহিঙ্গা। এর আগে গত ২ জানুয়ারি ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতালেও আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটির ৭০ শয্যা। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা