হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ যুবকের মরদেহ উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রূপকারী ইউনিয়নের বিজয়ঘাট ও গোলাছড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং মন্দিরপাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা (৩২) ও রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামের শ্রিবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)। 

জানা যায়, গতকাল বুধবার মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যান তাঁরা। এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল ৬টার দিকে রূপকারী ইউনিয়নের বিজয়ঘাট ও গোলাছড়ি এলাকা থেকে মরদেহ দুটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মারিশ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউপি সচিব ফাল্গুন চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এরই মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে এলাকাবাসীদের সচেতন ও সতর্ক করা হয়েছে। যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। 

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১