হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ১৬ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

নাগরিকদের লিখিত ও মৌখিক অভিযোগে পাসপোর্ট দালাল চক্রের মূল হোতা মো. ইয়াসিনসহ ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকা তরপুরচন্ডীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গতকাল রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। 

দালাল চক্রের গ্রেপ্তার সদস্যরা হলেন মো. ইয়াসিন (২২), মো. মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), মো. তানভীর (২৩), মোবারক গাজী (৪০), মো. রবিউল আলম (২৮), মো. শরীফ হোসেন (৩৭), মো. শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), মো. অমিত হাসান (২২), মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মো. সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), মো. তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)। তাঁদের বাড়ি চাঁদপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলায়। 

গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজতে থাকা ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লিপ,৮টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২০০ এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। 

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়ম-নীতি অনুসরণ করে পাসপোর্ট পাওয়া সব নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময়ে অসংখ্য মানুষ দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা দেয়। এরপরও পাসপোর্ট না পেয়ে লিখিত ও মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগের সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ গতকাল রোববার দুপুরে চাঁদপুর সদরের তরপুরচণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেপ্তার করে। 

মাহমুদুল হাসান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাসপোর্ট প্রস্তুত করে দেবে বলে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করেন। গ্রেপ্তার দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল