তিন দিনের জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসবে মেতেছে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জনগোষ্ঠীরা। গতকাল বুধবার জেলার আট উপজেলায় শুরু হওয়া এ উৎসব আগামীকাল শুক্রবার মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী এ উৎসব পালন করে থাকে।
এ জনগোষ্ঠীর নাগরিকেরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাখাইন অব্দের ১৩৮৫ বিদায় নিয়েছে এবং ১৩৮৬ অব্দ শুরু হয়েছে। পুরোনো বছরে হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বছরে যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন-তার জন্য এ উৎসব ভূমিকা রাখে।
এ সময় রাখাইনদের ঘরে ঘরে উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। নারী-পুরুষেরা দল বেঁধে মন্দিরে গিয়ে বুদ্ধস্নানের মাধ্যমে সামনের বছর দুর্দশা থেকে মুক্তিলাভের প্রার্থনা করেন। এ উৎসব চলাকালে রাখাইন তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে সেজেগুজে মণ্ডপে মণ্ডপে ঘুরে উৎসব পালন করে।
এ সময় নেচে গেয়ে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা।
বৌদ্ধমন্দির সড়কের মং হ্লা রাখাইন জানান, সাংগ্রাই পোয়েই তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব চলছে।
জলকেলির এ উৎসবে প্রতিবছর সহযোগিতা দিয়ে আসছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। এ কেন্দ্রের পরিচালক ও রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মং চেং হ্লা বলেন, ‘খুবই উৎসবমুখর পরিবেশে জেলার ৪০ হাজার রাখাইন তিন দিনের এই জলকেলিতে বা সাংগ্রাই উৎসবে মেতেছেন। শুক্রবার মঙ্গল প্রার্থনায় এ উৎসব শেষ হবে।’