হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএসএফের বাধার মুখে আখাউড়া ইমিগ্রেশনের সংস্কারকাজ বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে স্থলবন্দরের ইমিগ্রেশনের ভবন, রাস্তা ও যাত্রীদের টয়লেট মেরামত কাজে বাধা দেয় বিএসএফ। এরপর বিজিবির পরামর্শে মেরামত কাজ বন্ধ রাখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনের ভবন, প্রধান রাস্তা ও যাত্রীদের ব্যবহারের জন্য টয়লেটের মেরামত কাজ করছিল গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল। মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখার জন্য বিজিবিকে জানায় বিএসএফ। পরে বিজিবির পক্ষ থেকে ইমিগ্রেশনে এসে মৌখিকভাবে মেরামত কাজ বন্ধ রাখার জন্য বলে যায়। এরপর থেকে ওই মেরামত বন্ধ রয়েছে। 

এ বিষয়ে ইমিগ্রেশন কর্মকর্তা স্বপন চন্দ্র দাস বলেন, ‘জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, রাস্তা ও টয়লেটের মেরামত কাজ করা হচ্ছিল। সকালে বিএসএফ বাধা দিয়েছে বলে বিজিবি এসে আমাদের বলে গেছে। যেন আমরা কাজ বন্ধ রাখি। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, ‘সীমান্তে ১৫০ গজের ভেতরে কোনো কাজ করতে গেলে দু–দেশের সীমান্তবাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যেহেতু দুই দেশের যাত্রীদের সুবিধার্থে এই মেরামত কাজ করা হচ্ছে তাই ২–১ দিনের মধ্যে বিএসএফের সঙ্গে আলোচনা করে আবার ইমিগ্রেশনের মেরামত কাজ শুরু করা হবে বলে আশা করছি।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত