হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। আজ সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আব্দুস শুক্কুর নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার এবং রফিকুল ইসলাম রফিক হালিশহর থানার ছোটপুল এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাত ১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আব্দুস শুক্কুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠান আদালত। 

অপরদিকে গত শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ