হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। আজ সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আব্দুস শুক্কুর নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার এবং রফিকুল ইসলাম রফিক হালিশহর থানার ছোটপুল এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাত ১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আব্দুস শুক্কুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠান আদালত। 

অপরদিকে গত শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি