হোম > সারা দেশ > চট্টগ্রাম

দল থেকে অব্যাহতি পেয়ে ফেসবুকে ‘ধন্যবাদ’ দিলেন বিএনপি নেতা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চন্দনাইশে দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারকাজে অংশ নেন। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। যার ছবিসহ জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ধোপাছড়িতে গণসংযোগের সময় আমাকে রাস্তায় দেখে বুকে টেনে নিয়ে ছবি তোলে। সেই ছবি একটি কুচক্রী মহল ফেসবুকে ভাইরাল করে। তাই অব্যাহতির খবর শুনে আমি ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি।’ 

এ বিষয়ে জানতে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। 

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম জানান, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করা সত্ত্বেও ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যার ছবি জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক ওই দুজনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির