হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঝড়ে উড়ে গেল বিদ্যালয় ভবন, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা নাছির মোহাম্মদ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো ভবনের টিন কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। এখন শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। এদিকে মেরামতের সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, ২০১৫ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমানের প্রচেষ্টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. সাইফুল আলমসহ এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এলাকাবাসীরা বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জায়গায় দেন। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৪০ জন। শিক্ষক রয়েছেন ৪ জন। কয়েক দিন আগে রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনের পুরো ভবনটি উড়ে যায়। ফলে ভবনে শ্রেণি কার্যক্রম চলার কোনো সুযোগ নেই। এতে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ব্যাঘাত ঘটছে। 

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের পুরো ভবনের টিন উড়ে গেছে। রোধ-বৃষ্টি-ঝড়ে খোলা আকাশের নিচে কষ্টে ক্লাস করতে হচ্ছে। 

বিদ্যালয়ের দাতা সদস্য মফিজুর রহমান জানান, ‘টিনের ছাউনি দিয়ে ভবনটি হওয়ার কারণে ঝড়ে সমস্যায় পড়তে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টির জন্য নতুন একটি পাকা ভবন তৈরির দাবি জানাচ্ছি।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কিশোর চৌধুরী বলেন, ‘এরই মধ্যে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। ঝড়ে ভবনের টিন উড়ে যাওয়ার কারণে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।’ 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল আলম বলেন, ‘২০১৫ সালে লোহাগাড়ার তৎকালীন ইউএনও মোহাম্মদ ফিজনূর রহমানের আন্তরিক প্রচেষ্টা ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। কয়েক দিন আগে কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের টিনের পুরো ভবনটি ভেঙে গেছে। ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস করাতে হচ্ছে। এতে শিক্ষার মানে চরম ব্যাঘাত হচ্ছে।’ 

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন বলেন, ‘বিদ্যালয়টি প্রতি বছরে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। কালবৈশাখী ঝড়ে পুরো টিনের ভবনটি গুঁড়িয়ে গেছে। খোলা আকাশের নিচে ছাত্র-ছাত্রীদের পাঠদান সত্যিই অনেক কষ্টদায়ক। আমরা এরই মধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।’ 

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান