হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোন স্কুলছাত্র মো. মিনহাজ (১৩) ও রুহি মণির (৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে।   

গতকাল সোমবার রাত ১১টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘরপাড়ায় আবদুস ছমদ মাঝির বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

আগুনে পুড়ে মারা যাওয়া মিনহাজ ও রুহি মণি ওই এলাকার মো. ইদ্রিসের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও কন্যাশিশু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নুরুল বশর বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশু মারা যায়।’ 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। দুই শিশু সম্পর্কে ভাই-বোন ছিল।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত