হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে নিজ বাড়ি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের বসতবাড়ি থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ফরিদ ওই গ্রামের ভূঁইয়াবাড়ির মৃত হ‌ুমায়ূন ভূঁইয়ার ছেলে। তিনি দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। 

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হন ফরিদ উদ্দিন। এরপর কিছুটা সুস্থ হয়ে নিজের একতলাবিশিষ্ট বিল্ডিংয়ে বসবাস করতেন। গতকাল সারা দিন তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বিল্ডিংয়ের জানালা দিয়ে উঁকি দিয়ে ফরিদ উদ্দিনের গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় সালাউদ্দিনের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

মৃতের ঘাড়ে, গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। ফরিদ উদ্দিনের বোনদের বিয়ে হয়েছে। একমাত্র ভাই কাউছার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী। তাই নিজের একতলা বিল্ডিংয়ে একাই বসবাস করতেন তিনি। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় ও (হাজিগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার বলেন, ‘মনে হচ্ছে কোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আশা করছি দ্রুতই খুনের রহস্য উদ্‌ঘাটন এবং খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার