হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকের কাউন্সিলর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য গোপন ও ৯৪ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। 

অভিযুক্তরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু (৬৪) ও তাঁর স্ত্রী আয়েশা ছিদ্দিকা (৫২)। 

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সলিম উল্লাহ বাচ্চু কর্তৃক অসাধু উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে আয়কর নথিতে ও পরবর্তীতে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তাঁদের অর্জিত সম্পদের আয়ের উৎস হিসেবে মিথ্যা/ভিত্তিহীন ব্যবসা দেখানো ও মৎস্য চাষ দেখিয়ে ৯৪ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এর আগে ২০১৯ সালের ২৭ মার্চ দুদক বরাবরে সম্পদ বিবরণী দাখিল করেন আসামি আয়েশা ছিদ্দিকা। সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য দেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের