হোম > সারা দেশ > চট্টগ্রাম

২২ ঘণ্টা পর হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

২২ ঘণ্টা পর কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবিদুর রহমান খানের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শনিবার বেলা ৩টার দিকে হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে অবস্থান নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

মৃত আবিদুর রহমান গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। 

এর আগে শুক্রবার বন্ধুদের সঙ্গে নৌকায় করে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেড়ানো শেষে গোপদীঘি ইউনিয়নের হাসানপুর সেতুর সংযোগ সড়ক এলাকায় গোসল করতে নামেন তাঁরা। এ সময় স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে পানিতে তলিয়ে যান আবিদ। সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেননি তাঁর অন্য বন্ধুরা। 

আবিদের চাচা মোর্শেদ খান বলেন, ‘আবিদ গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে হোস্টেলে থেকে পড়ালেখা করত। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর ব্রিজে গোসলের সময় এই ঘটনা ঘটে। আমরা চাই ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে চট্টগ্রামে যেতে।’ 

তিনি আরও বলেন, ‘আবিদ সাঁতার জানত। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির