হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নগদ কর্মকর্তা গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ। 

আজ বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিমকে (২৯) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গত বুধবার (৮ জুন) রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম। 

গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে। তিনি নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিস্ট্রিবিউশন ম্যানেজার।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিএসওদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যান ইব্রাহিম। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি। 

ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম বলেন, ‘নগদের ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড় মিল পরিলক্ষিত হওয়ায় এ বিষয়ে প্রতিষ্ঠানের এম ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি।’ 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাউজান থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত