হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় বিভিন্ন সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, পানিবন্দী বহু পরিবার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। এতে মাইনী নদীর পানি বেড়ে দুই কূল ছাপিয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে অনেক রাস্তা তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙ্গাবাজার এলাকায় পানির নিচে তলিয়ে গেছে রাস্তার বিভিন্ন অংশ।  কবাখালী ও মেরুং ইউনিয়নরে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বোয়ালখালী ও দীঘিনালা ইউনিয়নেও কিছু পরিবার পানিবন্দী হয়ে আছে।

কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, ‘আমার ইউপিতে চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তাদের অনেকে এখন নিজেদের আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রে এখনো কেউ আসেনি।’ 

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘আমার ইউপিতে ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫ পরিবার।’ 

উল্লেখ, সাজেক, বাঘাইছড়ি, লংগদু সড়কের কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে এই জায়গাগুলোর যান চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল