হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে মোহরায় ছিনতাইকারী সন্দেহে ইকবাল হোসেন রুবেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় ছাফা মোতালেব সিটি করপোরেশন কলেজের ভেতর এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাসান (২৫) ও রুহুল আমিন (৫৫)। তাঁদের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তাঁরা চান্দগাঁও থানার খেজুরতলা এলাকায় বাস করেন।

নিহত ইকবাল চান্দগাঁও থানার খেজুরতলা দক্ষিণ মোহরা এলাকার মো. ইসকান্দরের ছেলে। পুলিশ জানায়, এই হত্যার ঘটনায় চান্দগাঁও থানায় ইকবালের ছোট বোন একটি হত্যা মামলা করছেন। মামলায় গ্রেপ্তার দুজনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ভোরবেলায় এক যুবকের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী বলে ইকবালকে ধরে ফেলে। তাঁর সঙ্গে আরও দুজন ছিল। তাঁরা পালিয়ে যান। ইকবালকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, নিহত যুবক ছিনতাইকারী কিংবা অপরাধী যা-ই হোক, ধরার পর তাঁকে পুলিশের হাতে তুলে দিতে পারত। কিন্তু এখানে আইন হাতে তুলে নিয়ে ‘মব জাস্টিস’-এর মতো অপরাধ সংঘটিত হয়েছে। এতে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটি মামলা নেওয়ার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি