হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় অস্ত্র, গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, গুলিসহ মো. সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক সেলিম উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত নুর আহাম্মদের ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শীলেরছড়া এলাকায় মাদক বেচাকেনার জন্য কয়েকজন লোক অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় দুই-তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে। তাঁর দেহ তল্লাশি করে দেশে তৈরি একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আটক সেলিম রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধী চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের