হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তিন দিনের রিমান্ডে মসজিদের খতিব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের আদালত নগরীর ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শামীমুর রহমানের (৪৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত শামীমুরের এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপপরিদর্শক রাছিব খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, তাঁর বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো। সিরিয়াফেরত জঙ্গি শাখাওয়াত আলী লালুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১৫ জুন) তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক। শামীমের বাড়ি গোপালগঞ্জে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত খতিব শামীমের বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো। পুলিশকে এ তথ্য দেন সিরিয়াফেরত জঙ্গি শাখাওয়াত আলী। এ তথ্যের ভিত্তিতে সিটিটিসি শামীমকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আনসার আল ইসলামের সদস্য শামীমুর রহমানকে গত বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। আমরা তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত