হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তিন দিনের রিমান্ডে মসজিদের খতিব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের আদালত নগরীর ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শামীমুর রহমানের (৪৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত শামীমুরের এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপপরিদর্শক রাছিব খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, তাঁর বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো। সিরিয়াফেরত জঙ্গি শাখাওয়াত আলী লালুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১৫ জুন) তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক। শামীমের বাড়ি গোপালগঞ্জে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত খতিব শামীমের বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো। পুলিশকে এ তথ্য দেন সিরিয়াফেরত জঙ্গি শাখাওয়াত আলী। এ তথ্যের ভিত্তিতে সিটিটিসি শামীমকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আনসার আল ইসলামের সদস্য শামীমুর রহমানকে গত বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। আমরা তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের