হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য রক্ষায় চট্টগ্রাম চেম্বার সভাপতির পরামর্শ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য রক্ষায় ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি নিতে বলেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই পরামর্শ দেন। 

এ সময় চেম্বার সভাপতি প্রস্তুতির অংশ হিসেবে গুদামের ফটকে ইট-সিমেন্টের শক্ত প্রতিরোধক দেয়াল দিতে পরামর্শ দেন। তিনি বলেন, জোয়ার ও জলোচ্ছ্বাসের পানি গুদামে যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। শুক্র ও শনিবারের মধ্যে এ কাজটি করে ফেলতে হবে। 

এদিকে গতকাল বুধবার চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার অংশ হিসেবে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চাহিদা মেটানোর লক্ষ্যে ইতিমধ্যে বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পক্ষ থেকে জানানো হয়েছে।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি