হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য রক্ষায় চট্টগ্রাম চেম্বার সভাপতির পরামর্শ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য রক্ষায় ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি নিতে বলেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই পরামর্শ দেন। 

এ সময় চেম্বার সভাপতি প্রস্তুতির অংশ হিসেবে গুদামের ফটকে ইট-সিমেন্টের শক্ত প্রতিরোধক দেয়াল দিতে পরামর্শ দেন। তিনি বলেন, জোয়ার ও জলোচ্ছ্বাসের পানি গুদামে যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। শুক্র ও শনিবারের মধ্যে এ কাজটি করে ফেলতে হবে। 

এদিকে গতকাল বুধবার চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার অংশ হিসেবে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চাহিদা মেটানোর লক্ষ্যে ইতিমধ্যে বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পক্ষ থেকে জানানো হয়েছে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য