হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১১

কক্সবাজার প্রতিনিধি

কোস্ট গার্ডের জব্দ করা সার ও আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সাগরপথে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। এই বিপুল সার মিয়ানমারের রাখাইনে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গতকাল বুধবার রাতে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। অথচ বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই সময় ওই এলাকায় কোনো নৌকা চলাচলের অনুমতি নেই। কোস্ট গার্ডের থামার সংকেত উপেক্ষা করে নৌকাটির যাত্রীরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কোস্ট গার্ড ধাওয়া করে নৌকাটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সার এবং ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। বাকিরা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১ মে একই এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছিল। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত