নির্বাচনী সহিংসতায় চাঁদপুরে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতার ছুরিকাঘাতে তাঁরা মারা যান।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন কচুয়ার সাচার এলাকার হাতিরবন্ধের শহীদ উল্লাহর ছেলে শরীফ হোসেন। অপরজন পার্শ্ববর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ঘটনাস্থলে ছুরিকাঘাতের শিকার হন শরীফ। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহেরচর এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে অপরজন মারা গেছেন।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সারা দেশে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও বিভিন্ন জায়গায় সহিংসতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।