হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-রায়পুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মনির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। এ সময় শিহাবুল হাসান (১৮) নামের অপর একজন গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর-রায়পুর সড়কের দক্ষিণ তারপুরচন্ডী পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মনির হোসেন চাঁদপুর শহরের খলিসাডুলি এলাকার বিল্লাল মিজির ছেলে এবং আহত শিহাব বাবুরহাট দাসদী গ্রামের লিপন মিজির ছেলে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিহত মনির ও তার বন্ধু শিহাব একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বাড়ির ফেরার সময় চাঁদপুর-রায়পুর সড়কে পাসপোর্ট অফিসের সামনে ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তারা দুজন রাস্তায় ছিটকে পড়ে। আশপাশের লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসক বেলাল হোসাইন বলেন, ‘আহত শিহাবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আনার আগেই মনির হোসেনের মৃত্যু হয়। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে নিহত বাইকার মনির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত