হোম > সারা দেশ > চট্টগ্রাম

 ‘লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবলীগ নেতাদের হত্যা চেষ্টা’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় তিন যুবলীগ নেতা জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবালের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা শামশুদ্দিন আহমেদ বলেছেন, ‘হুইপ পরিবারের লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হুইপের ভাই নবাবের সন্ত্রাসী বাহিনী দিয়ে পটিয়ার আওয়ামী রাজনীতির অতন্দ্র প্রহরীদের হত্যার চেষ্টা করা হয়েছে।’ 

বুধবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামশুদ্দিন আহমেদ এ কথা বলেন। 

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, ‘১৩ বছর স্থানীয় সাংসদ সংগঠন পরিপন্থী কার্যকলাপ করে চলেছেন। পটিয়াতে অনিয়ম আর শামশুল হক চৌধুরী পরিপূরক শব্দে পরিণত হয়েছে। যেখানে হুইপ এবং তাঁর পরিবার সেখানেই অনিয়ম-অপকর্ম। খাল দখল, বালুমহল লুটপাট, ভূমি দস্যুতা এমন কোনো অপকর্ম নেই যেখানে হুইপ পরিবার ও তাদের তাঁবেদার বাহিনী জড়িত নেই। পটিয়ার মানুষ এসবের প্রতিবাদ করছে, নেতা–কর্মীরা এসবে অতিষ্ঠ হয়ে হুইপ পরিবারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। অনিয়মের জাল ছিন্ন করে আস্তে আস্তে সংগঠন ঘুরে দাঁড়াচ্ছে, হুইপ শামশুল হক সাহেব বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি সরে গেছে। অনিয়ম ধান্দাবাজি লুটপাট করতে গেলেই জনগণ প্রতিরোধ করবেই। এখন তিনি জনগণ ও নেতা কর্মীদের ভয়ভীতি দিয়ে দমাতে চেষ্টা করছে। সেই চেষ্টার অংশ হিসেবে তাঁর ভাই নবাবের সন্ত্রাসী বাহিনী দিয়ে কিলিং মিশন তৈরি করেছে। এই কিলিং মিশন এর প্রথম টার্গেট যুবনেতা জমির উদ্দিন, সাইফুল ইসলাম ও ইকবাল। অবিলম্বে এসব সন্ত্রাসী ও তাদের গডফাদার নবাবকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।’ 

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ‘৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ। ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ বড়ুয়া, সাবেক পৌর কাউন্সিলর আবদুল খালেক, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান। 

এতে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মোক্তার আহম্মদ আরিফ, সাইফুল ইসলাম, হাসান শরীফ, ইয়ার মোহাম্মদ বাবর, সাইফুদ্দিন ভোলা, মো. আনোয়ার, মো. মামুন, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, সৈয়দ নুর, ছোটন আচার্য, বাদশা মিয়া, মো. রুবেল প্রমুখ। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়