হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৩ 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন-চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে মো. রাজু (৪০), রঘুনাথপুর গ্রামের সিরাজ খানের ছেলে আরীফ (২৮) ও ফরিদগঞ্জের বাগড়া বাজার এলাকার তাফাজ্জল মির্জার ছেলে মো. আবুল খায়ের (৪২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত তেলবাহী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৫-৯৬২৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেমে যায়। এ সময় একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ঢ ৮২-০১৯৩) পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপে আটকে থাকা ৩ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া শ্রমিক মো. আবুল খায়ের বলেন, পিকআপ ভ্যানটিতে করে চাঁদপুর থেকে শাহরাস্তি উপজেলার খিলাবাজার এলাকায় রাস্তা নির্মাণের জন্য তেল নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন বলেন, পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার শ্রমিকেরা আটকা পড়েন। পরে দমকল কর্মীরা আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করেন।

এ বিষয়ে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪