হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাই ইউপি সদস্য হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় আসামি চারজনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানার পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় তাঁদের কোর্টে চালান করা হয়।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ছয়বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—বেলায়েত হোসেনের ছেলে আবদুল্লাহ আল ফাহাদ (১৯), মৃত নুরুজ্জামানের ছেলে নজরুল ইসলাম (২৮), মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. সিরাজ (৬০), আবু নুরের ছেলে মীর হোসেন (২২)। তাঁরা সবাই শাহেরখালী ইউনিয়নের।

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা। আসামিদের দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি আসামি আবদুল্লাহ আল ফাহাদের চাচার ঘর থেকে উদ্ধার কো হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ।

আসামি আবদুল্লাহ আল ফাহাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফাহাদ জ্বালানি কাঠের (লাকড়ি) ব্যবসা শুরু করেন। মিরসরাইয়ের একজনের কাছ থেকে তিনি বাকিতে ৩ হাজার টাকার লাকড়ি কেনেন। স্থানীয় একজনের কাছে সেই লাকড়ি বাকিতে বিক্রি করেন। এদিকে পাওনাদার টাকার জন্য তাঁকে চাপ দিতে থাকলে তিনি কোনো উপায়ে টাকার ব্যবস্থা না করতে পেরে ছিনতাইয়ের পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ মঘাদিয়াঘোনা এলাকার একটি ব্রিজের ওপর ফাহাদ, সাজ্জাদ, মীর হোসেন তিনজন মিলে অপেক্ষা করতে থাকেন। এ সময় একজন পথচারীকে আসতে দেখে তাঁর গতি রোধ করেন। এ সময় পথচারী আবুল কাশেম মেম্বার তাঁকে চিনে ফেলায় ছুরিকাঘাত করে খালের পাশে ফেলে যান।

পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে রাত ১০টায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল দিবাগত রাত ৩টায় তিনি মারা যান। আসামিরা আটক হওয়ার পর জানতে পারেন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম মারা গেছেন। গত সোমবার রাতে এ ঘটনায় নিহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তদন্তে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন হবে।

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক