হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) ছোট বিল নামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালীর জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। 

আনিসুজ্জামান শেখ আরও বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম পাহাড়ের ঢালুতে সবজিখেতে কাজ করছিলেন। এ সময় তাঁকে বন্য হাতি আক্রমণ করে এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’ 

এ নিয়ে জানতে চাইলে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বন্য হাতির আক্রমণে নিহত কৃষক নুরুল ইসলামের দাফনের ব্যবস্থার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। এ ছাড়া শিগগিরই যেন তাঁর পরিবার ক্ষতিপূরণ পায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।   

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির