হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিলামে কেনা দুটি বিএমডব্লিউ গাড়ি হস্তান্তর করেছে চট্টগ্রাম কাস্টমস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কারনেট ডি প্যাসেজ সুবিধায় আসা ২টি বিএমডব্লিউ ব্রান্ডের বিলাসবহুল গাড়ি ক্রেতার কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দুই বিডারের হাতে গাড়ির প্রতীকী চাবি তুলে দেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। 

এ সময় মোহাম্মদ ফখরুল আলম বলেন, দীর্ঘদিন পর দুটি গাড়ি ক্রেতার কাছে তুলে দেওয়া হলো। আশা করি বাকি গাড়িগুলোর নিলাম সম্পন্ন করতে পারব। 

হস্তান্তর করা বিএমডব্লিউ কার দুটি জার্মানের তৈরি। জেড ফোর স্পোর্টস অটো মডেলের গাড়িটি নগরের নিমতলার সাইফ অটো মোবাইলস ৫৯ লাখ ৫৭ হাজার টাকায় ক্রয় করেছেন। অপরটি ‘সেভেন থ্রি জিরো এলডি এসই অটো মডেলের’ গাড়ি ডবলমুরিং ডিটি রোডের ফারজানা ট্রেডিং ৬২ লাখ ২৭ হাজার টাকায় ক্রয় করেন। 
 
টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি খুলনার ফুলতলার সুপার জুট মিল লিমিটেড ক্রয় করেন ৪৮ চল্লিশ লাখ ১৭ হাজার টাকায়। তবে সেটি পরে বিডারের হাতে তুলে দেবেন কাস্টমস কর্তৃপক্ষ।

ফারজানা ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ সেলিম বলেন, আমরা বিদেশি বায়ারদের পরিবহনের জন্য এ দামি গাড়িটি ক্রয় করেছি। কারণ বিদেশিরা দামি গাড়িতে চলাচল করতে বেশি পছন্দ করেন। এ গাড়ি ক্রয় করে আমি সন্তুষ্ট। তবে, এ গাড়িতে আরও ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করতে হবে। 

উক্ত গাড়িগুলোতে ৩৯.১২ শতাংশ সংরক্ষিত মূল্যের শতকরা হার, ১০ শতাংশ অগ্রিম আয়কর, ৭. ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে উপরিউক্ত মূল্যে পরিশোধ করতে হয়েছে বিডারকে। 

প্রসঙ্গত, কারনেট ডি পাসেজ সুবিধায় বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসে ১১২টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়িগুলো ২০১৬ সাল থেকে ৫ বার নিলামে তোলা হয় হয়। সর্বশেষ গত ৩ ও ৪ নভেম্বর ৬ বারের মতো অনলাইন এবং প্রচলিত দুইভাবে নিলামে তোলা হয়। ১১২টি গাড়িতে দরপত্র জমা পড়ে ৫৫১ টি। যেখানে একটি গাড়ির রিজার্ভ ভ্যালু ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা টাকা। কিন্তু দরপত্রে দাম পড়েছে সর্বোচ্চ ৫৩ লাখ টাকা থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত। ১১২টি গাড়িতে দাম উঠেছে মাত্র ১৭ কোটি টাকা। এর মধ্যে তিনটি গাড়ি বিক্রির অনুমোদন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। বাকি গাড়িগুলো পরবর্তীতে আবারও নিলামে তোলা হবে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত