হোম > সারা দেশ > চাঁদপুর

একসঙ্গে মেঘনায় গোসলে নামেন স্বামী-স্ত্রী, স্রোতে তলিয়ে গেলেন স্বামী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে তীব্র স্রোতে পানিতে ভেসে গেছেন স্বামী। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম জহিরুল ইসলাম (৩৫)। তিনি অটোরিকশা চালাতেন।

খবর পেয়ে ঘটনার কিছুক্ষণ পরই বিআইডব্লিউটিএর লোকজন ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল নিখোঁজ জহিরুলের সন্ধানে অভিযান শুরু করে।

স্থানীয়রা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল জেলায়। তাঁর বাবার নাম মৃত মনসুর ব্যাপারী। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে লঞ্চঘাটের পাশে টিলাবাড়ী মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি কখনো ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে হকারি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানেই গোসল করেন। আজ তাঁর স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর ওঠেননি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে তিনি ডুবে গেছেন।’

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, ‘আমরা সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তাঁর সন্ধান চালানো কষ্ট হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত জহিরের সন্ধান করেও পাওয়া যায়নি।’

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা জানতে পেরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌ-পুলিশও কাজ করছে। নিখোঁজ জহির লঞ্চঘাটের পশ্চিম পাশেই টিলাবাড়ী এলাকায় থাকতেন।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত