হোম > সারা দেশ > চাঁদপুর

একসঙ্গে মেঘনায় গোসলে নামেন স্বামী-স্ত্রী, স্রোতে তলিয়ে গেলেন স্বামী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে তীব্র স্রোতে পানিতে ভেসে গেছেন স্বামী। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম জহিরুল ইসলাম (৩৫)। তিনি অটোরিকশা চালাতেন।

খবর পেয়ে ঘটনার কিছুক্ষণ পরই বিআইডব্লিউটিএর লোকজন ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল নিখোঁজ জহিরুলের সন্ধানে অভিযান শুরু করে।

স্থানীয়রা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল জেলায়। তাঁর বাবার নাম মৃত মনসুর ব্যাপারী। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে লঞ্চঘাটের পাশে টিলাবাড়ী মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি কখনো ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে হকারি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানেই গোসল করেন। আজ তাঁর স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর ওঠেননি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে তিনি ডুবে গেছেন।’

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, ‘আমরা সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তাঁর সন্ধান চালানো কষ্ট হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত জহিরের সন্ধান করেও পাওয়া যায়নি।’

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা জানতে পেরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌ-পুলিশও কাজ করছে। নিখোঁজ জহির লঞ্চঘাটের পশ্চিম পাশেই টিলাবাড়ী এলাকায় থাকতেন।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির