হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের এ কে খান এলাকায় ট্রাফিক বক্সের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগরের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ১ ঘণ্টা পর নগরের এ কে খান এলাকায় ট্রাফিক বক্সের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে গত বৃহস্পতিবার নগরের উত্তর কাট্টলীর আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ কলেজ ক্যাম্পাস থেকে বাইরে চলে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এদিন সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আকবরশাহ থানা ঘেরাও করেন। এরপর ছাত্রদল ও বিএনপির শতাধিক নেতা-কর্মীও থানার সামনে অবস্থান নেন।

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘পুরোনো সংস্কৃতিচর্চা করতে চাইলে আমরা আবারও জুলাইতে ফিরে যাব। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’

একই দিন বিকেল ৪টার দিকে নগরের এ কে খান এলাকায় বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর বৈষম্যবিরোধীর ব্যানারে ছাত্রলীগকে এ হামলার জন্য দায়ী করেন।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প