হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের এ কে খান এলাকায় ট্রাফিক বক্সের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগরের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ১ ঘণ্টা পর নগরের এ কে খান এলাকায় ট্রাফিক বক্সের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে গত বৃহস্পতিবার নগরের উত্তর কাট্টলীর আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ কলেজ ক্যাম্পাস থেকে বাইরে চলে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এদিন সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আকবরশাহ থানা ঘেরাও করেন। এরপর ছাত্রদল ও বিএনপির শতাধিক নেতা-কর্মীও থানার সামনে অবস্থান নেন।

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘পুরোনো সংস্কৃতিচর্চা করতে চাইলে আমরা আবারও জুলাইতে ফিরে যাব। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’

একই দিন বিকেল ৪টার দিকে নগরের এ কে খান এলাকায় বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর বৈষম্যবিরোধীর ব্যানারে ছাত্রলীগকে এ হামলার জন্য দায়ী করেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত