কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সৈকত থেকে স্থানীয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সেখানে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত যুবকের নাম গোলাপ মোস্তফা (২৫)। তিনি সোনারপাড়া এলাকার মো. আলীর ছেলে।
গত শুক্রবার (২৪ নভেম্বর) উখিয়ার সোনারপাড়া পয়েন্ট দিয়ে জেলেদের সঙ্গে সাগরে গিয়ে সেখানেই নৌকা থেকে পড়ে যান গোলাপ মোস্তফা। পরে জেলেরা অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে ঘাটে ফিরে আসে।
স্থানীয়রা জানান, গোলাপ মোস্তফা পেশাদার জেলে ছিলেন না। নিখোঁজের দিন ভোরে বড়শিসহ ছোট নৌকা নিয়ে সোনারপাড়ার নৌঘাট থেকে অন্য জেলেদের সঙ্গে সাগরে ভ্রমণসহ শখের বসে মাছ ধরতে যান তিনি।
নৌকাটিতে গোলাপ মোস্তফাসহ চারজন ছিলেন। সাগর থেকে মাছ ধরছিলেন সবাই। একপর্যায়ে গোলাপ মোস্তফা হঠাৎ নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান, এরপর খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে অন্য তিনজন নৌকাটি নিয়ে ঘাটে ফিরে আসে বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য মৌলানা জালাল আহমেদ জানান, গোলাপ মোস্তফা নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা দুদিন ধরে স্পিড বোট আর মাছ ধরার নৌকা নিয়ে সাগরে উদ্ধার তৎপরতা চালিয়েছে। আজ সকালে তার মরদেহ মিলেছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তর করা হবে।