হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এবি পার্টির ভাইস চেয়ারম্যানসহ ৬ জনের নামে মামলা

কক্সবাজার প্রতিনিধি

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে আলী আকবর (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন জাহাঙ্গীর কাশেম (৬০), তাঁর ছেলে রাইয়ান কাশেম (২৮), ভাই তানভীর কাশেম (৫০), ‘আল্লাহওয়ালা হ্যাচারি’র ব্যবস্থাপক আনোয়ার হোছাইন (৫০), কর্মচারী মোহাম্মদ হোছাইন (২৮) ও মো. মিজানুর রহমান (১৯)। মামলায় অজ্ঞাতনামা ৪–৫ জনকেও আসামি করা হয়েছে।

মাছ চুরির অপবাদে গত রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের ‘আল্লাওয়ালা হ্যাচারি’তে আলী আকবরকে পিটিয়ে হত্যা করা হয়। আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।

ঘটনাস্থল থেকে আটক হওয়া আসামি রাইয়ান কাশেম, মিজান ও আনোয়ার হোসাইনকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার কমিটির সংগঠক।

এদিকে রাইয়ান কাশেমের মুক্তির দাবিতে গতকাল রাতে কক্সবাজারে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, রাইয়ান কাশেমকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত